খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার এলাকা থেকে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেয়াংঘাট ই্উপির সাবেক চেয়ারম্যান বিশ্বজিত চাকমাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার সকালে উপজেলার মাইসছড়ি বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের একটি পানের দোকান থেকে ১টি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত চাকমাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানিয়েছেন, তাকে মহালছড়ি পুলিশের হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.