রাঙামাটির লংগদুর বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকায় বুধবার রাতে বন্য হাতির আক্রমে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে লংগদু উপজেলার বগাচতর ইউপির শিবের আগা এলাকার লোকালয়ে একদল বন্য হাতি খাদ্যর সন্ধানে যায়। এসময় বন্য হাতির ভয়ে বাড়ি থেকে বের হয়ে মোজাম্মেল হক(৩০) ালিয়ে যাওয়ার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়। এতে মোজাম্মেলের আত্ম চিৎকারে আশপাশের বাসা বাড়ী থেকে লোকজন ছুটে আসলে হাতীর পাল শুড় দিয়ে আছড়িয়ে নুরুল হক(৫০) নামে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া চৌকিদার জসিম উদ্দিন নামের এক জন আহত হয়। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বন্যহাতির পাল ঐ এলাকায় তান্ডব চালিয়ে তিনটি বসত ঘর ধবংস করে দেয়। হাতির আক্রমনে স্থানীয় লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।
বগাচতর ইউপি চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী সত্যতা স্বীকার করে জানান লাশ বগাচতর ইউনিয়ন পরিষদের অর্থ সহায়তায় আজ বৃহস্পতিবার সকালে দাফন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.