রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পরাতন মারিশ্যা বাজার (মাষ্টার পাড়া) নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১লাখ ৩৫ হাজার টাকার চোরাই কাঠ আটক করেছে বিজিবি।
শুক্রবার বাঘাইছড়ি উপজেলাধীন ৩৯ বিজিবি অধিনায়ক খন্দকার সাইফুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মারিশ্যা জোন হাবিলদার মোঃ হোসেনের নেতৃত্বে একটি টহল দল উপজেলার উত্তর পশ্চিম দিকে পরাতন মারিশ্যা বাজার (মাষ্টার পাড়া) নামক স্থানে অভিযান চালান। এসময় অবৈধ ও মালিক বিহীন ৬৭.৯৪ ঘনফুট(৬৯ টুকরা) চোরাই কাঠ আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য এক লক্ষ পয়ত্রিশ হাজার আটশত আশি টাকা। আটককৃত চোরাই কাঠ বন বিভাগের মারিশ্যা বিট এ হস্তান্তর করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.