রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের কালিছড়া এলাকায় ভারী বর্ষনের কারণে শুক্রবার রাতে পাহাড় ধসে নাংপুরুই মারমা (৫২) নামের মহিলার মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম মংপ্রুচাই মারমা।
স্থানীয় লোকজন জানায়, টানা বৃষ্টিপাতের কারনে শুক্রবার রাত ১১টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের কালিছড়া পাড়ায় এলাকায় পাহাড় ধসে পড়ে। এসময় বাড়ীর রান্না ঘরে অবস্থান করার সময় অকস্মিক পাহাড় ধসে পড়ে মাটি মাটি চাপ পড়ে নাংপুরুই মারমার মৃত্যু ঘটে। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মৃত দেহ উদ্ধার করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে পাঁচ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
কাউখালী থানার উপপরিদর্শক যশ চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাহাড় ধসে এক নারী মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.