টানা বর্ষনে বাঘাইছড়িতে পানি বন্দী দুই শতাধিক পরিবার

Published: 01 Aug 2015   Saturday   

টানা বর্ষন ও পাহাড়ী ঢলের কারনে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় দুই শতাধীক পরিবার পারি বন্দী হয়ে পড়েছে।

মাদ্রাসা পাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড সনধীপ এলাকার ৪পরিবার বাড়ী ডুবে যাওয়ায় আশ্রয় নিয়েছেন কিশালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়। পানিবন্দী রয়েছেন মাদ্রসা পাড়া স্বর্ণদ্বীপ এলাকা, এফব্লক ৭নং ওয়ার্ড, কাদের মেম্বার পাড়া, ও বাঘাইছড়ি ইউনিয়নের লাল্যঘোন এলাকায়। আবারও ভারী বর্ষন হলে এসব এলাকার প্রায় দুশতাধিক পরিবারকে অন্যত্র আশ্রয় নিতে হবে।

অপরদিকে রোপা আমন চারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উগলছড়ি সড়কটি ডুবে যাওয়ায় দুই ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার জনাব মফিদুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু পরিবার কিশালয় সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নিয়েছেন। তাদের উপজেলা প্রশাসন থেকে সহায়তা দেয়া হচ্ছে। নিয়মিত এলাকার খোজ খবর নেয়া হচ্ছে। যাতে লোকজনের অসুবিধা না হয়।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত