ইয়াং রাঙামাটি ক্লাবে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা নির্বাচিত

Published: 01 Aug 2015   Saturday   

ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইয়াং রাঙামাটি ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সাইফুল ইসলাম সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার ইয়াং রাঙামাটি ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যকরী কমিটির এক জরুরী সভায় ১৯জন বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

ইয়াং রাঙামাটি ক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষনা করে উপস্থিত অন্যান সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০১৫-২০১৯বর্ষ পর্যন্ত ১৯জন বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি হিসেবে সাইফুল ইসলাম, সহ-সভাপতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিতি চাকমা রাজু, মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইফতেখার জামাল হোসেন, কোষাধ্যক্ষ হিসেবে পংকজ মল্লিক টিটু, দপ্তর সম্পাদক মলয় ত্রিপুরা, ক্রীড়া সম্পাদক সুরঞ্জিত তালুকদার পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের, সাংস্কৃতিক সম্পাদক রনেশ্বর বড়ুয়া, কার্যকরি সদস্য হিসেবে শাহ্ নেওয়াজ ফারুক, বুদ্ধ প্রসাদ বড়ুয়া, শহীদুল্লাহ কাজল, বদিউল আলম, নীহার দেব, প্রদীপ ঘোষ, নাজিম উদ্দিন ও সংগীতা ঘোষ ২০১৫-২০১৯ বর্ষ পর্যন্ত কার্যকরি কমিটি হিসেবে ক্লাবের সকল কার্য্য সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত