কাউখালীতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের আওয়ামীলীগের সহায়তা

Published: 04 Aug 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির কাউখালী উপজেলায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকা মহাজন পাড়া,বেতবুনিয়া বাজার, বেতবুনিয়া কালিছড়ি পাড়া ও বেতবুনিয়া খাসখালী ঘোনা পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বেতবুনিয়ার কালিছড়িতে পাহাড় ধসে নিহত সামুচিং মারমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় কাউখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ শামসুদ্দোহা তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা,আইন বিষয়ক সম্পাদক মোঃহাবিবুর রহমান,২নং ইউপি মেম্বার মোঃ সেলিম, খই সা পাই মারমা,৩নং ইউপি মেম্বার মোঃ হেলাল উদ্দিনসহ স্থানীয় উপজেলা আওয়ামীলীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তিনি দীপংকর তালুকদার বলেন,জনগনের সুখে-দুঃখে আওয়ামীলীগ অতীতে যেভাবে ছিল সেভাবেই পাশে থাকবে। আওয়ামীলীগ জনগনের দল, জনগনের কল্যাণেই আওয়ামীলীগ আজীবন কাজ করে যাবে।

তিনি পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত