পানছড়ি সবুজ ক্লাব ফুটবল টুর্নামেন্ট মধুমঙ্গল পাড়া একাদশ জয়ী

Published: 04 Aug 2015   Tuesday   

ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সবুজ ক্লাব ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে মধুমঙ্গল পাড়া একাদশ উপজেলার ইয়ং পাওয়ার একাদশকে ২-১ গোলে বিজয়ী হয়েছে।

সোমবার উপজেলার পূজ গাং উচ্চ বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত সমাপনী  খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংশাপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য  জুয়েল চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক  দিদারুল আলম দিদার, জেলা আওয়ামীলীগ নেতা তাপস ত্রিপুরা খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাংবাদিক নুরুল আজম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি কানন আচার্য্য প্রমূখ। বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি  খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্য  জুয়েল চাকমা, শিক্ষক ইন্দ্র লাল চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, পানছড়ি ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান সুব্রত চাকমা  প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজগাং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজয় কুমার দেব।  এর সঞ্চালনায়

গত ১জুলাই স্থানীয় লোগাং ইউনিয়নের চেয়ারম্যান সমর বিকাশ চাকমা এ খেলা উদ্বোধন করেন। লীগ পর্যায়ে অনুষ্ঠিত খেলায় উপজেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত