বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে মঙ্গলবার আওয়ামীলীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শহরের বঙ্গবন্ধু উন্মোক্ত মঞ্চে বন্যা দুর্গত জনগনের মাঝে আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরনের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যাচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষিপদ দাশ,জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রীর বাসভবনে সরকারী কর্মকর্তা,স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু জাফর,পুলিশ সুপার মিজানুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রহমান,বান্দরবান সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উপস্থিত ছিলেন।
এসময় আক্ষেপের সুরে প্রতিমন্ত্রী বলেন বর্তমান প্রশাসনের ন্যায় প্রানহীন,চন্দহীন কোন প্রশাসন বান্দরবানে দেখিনি। বিরোধী দলে থাকা অবস্থায় দুইবার এমপি ছিলাম্ তখন কার সরকারী দলের প্রশাসনও বর্তমান প্রশাসনের ন্যায় তাকে অসহযোগিতা করেননি। প্রতি মন্ত্রী প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন আপনারা গণপ্রজাতন্ত্রের কর্মচারী,জনগনের সেবাই আপনাদের দায়িত্ব। জন প্রতিনিধিদের সহযোগীতা করাও আপনাদের কর্তব্য।
বান্দরবানের প্রেক্ষাপট এবং সমতল জেলার প্রেক্ষাপট সম্পুর্ণ ভিন্ন উল্লেখ তিনি আরও বলেন এ এলাকার গরীবদের সহযোগিতা দেয়া প্রশাসনের দায়িত্ব। এক মাসের মধ্যে তিন তিনবার বান্দরবানের রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান ও জনগনের জানমালের ক্ষতিগ্রস্থ হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পর্যাপ্ত পরিমান ত্রান সামগ্রী প্রেরন করলেও বান্দরবানের বন্যায় ক্ষতিগ্রস্থ জনগন তা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বান্দরবানের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন বর্তমান বান্দরবানের প্রশাসন জনপ্রতিনিধিদের অসহযোগিতার মনোভাব বহু পুর্বেই স্পষ্ট হয়েছে। এর পরিবর্তন না হলে জনগনই এর জবাব দিতে একদিন বাধ্য হবে।
প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতি গ্রস্থ জনগনের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় আপনাদের পাশে আছেন এবং থাকবেন। তিনি বলেন বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের জন্য প্রধানমন্ত্রী পর্যাপ্ত সাহার্য্য প্রদান করেছেন। এগুলো যথাসময়ে বিতরন করা হবে বলে তিনি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.