পার্বত্য বিষয়ে সরকারের ১১ দফা সিদ্ধান্ত বাতিলের দাবীতে ঢাকায় বিক্ষোভ-সমাবেশ

Published: 07 Aug 2015   Friday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের ১১ দফা অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিলের দাবি,ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন ও সরকারের জুম্ম জাতিসত্তাগত পরিচয় মুছে দেয়ার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে পাহাড়ী ছাত্র পরিষদসহ  তিন সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপুল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মাইকেল চাকমা। বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা  বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অনুসৃত নীতিকে চরম উগ্র জাতিবিদ্বেষী ও সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করে বলেন, আওয়ামীলীগ মুখে স্বাধীনতার স্বপক্ষের সরকার হিসেবে নিজেকে জাহির করলেও পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী পাকিস্তানপন্থী সংগঠন জামায়াতে ইসলামীর উগ্রসাম্প্রদায়িক নীতি কৌশলই অবলম্বন করছে। পার্বত্য চট্টগ্রামের লড়াই সংগ্রামকে দমন করার জন্য সরকার পার্বত্য চট্টগ্রামে জামায়াতপন্থীদেরই পৃষ্ঠপোষকতা করে থাকে বলে অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, ১১ দফার মাধ্যমে পার্বত্যাঞ্চলে নতুন করে  নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট সক্রিয় করা, বিদেশীদের পার্বত্যাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা, ’চুক্তি বিরোধীদের’ দমনের নামে ইউপিডিএফকে দমন করা ও  পুলিশবাহিনীতে নিযুক্ত প্রাক্তন শান্তিবাহিনী কর্মীদের পার্বত্য অঞ্চলে চাকুরী করতে না দেয়ার চরম বর্ণবিদ্বেষী সিদ্ধান্তসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনমতকে গুরুত্ব না দিয়ে ও সংবিধানকে পাশ কাটিয়ে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বক্তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের ফ্যাসিবাদী ও বর্ণবাদী চরম উগ্র জাতিবিদ্বেষী নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের সচেতন জনগণের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত