রাঙামাটিতে উদীচীর জেলা সংসদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ অনুষ্ঠানের ভার আয়োজন করা হয়।
শুক্রবার রাঙামাটির উদীচীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদােেরর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন, রনজিৎ পাটোয়ারী বাসু,কালায়ন চাকমা,জিসান বখতেয়ার। অনুষ্ঠানে সমবেত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের পরপরই তরুন আবৃত্তিকার তুষার ধর মঞ্চে নিয়ে আসেন কবি সুকান্ত ভট্টচার্যের, যে শিশু ভুমিষ্ট হলো আজ রাতে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এ জনপ্রিয় কবিতাটি। বিশিষ্ট সঙ্গীত শিল্পী কালায়ন চাকমা সুকান্তের রানার ছুটেছে খবরের বোঝা হাতে গানটি।
আলোচনা সভায় বক্তারা বলেন,রবীন্দ্রনাথ-নজরুল ও সুকান্ত তাদের নাটক,কবিতা গান,গল্প উপন্যাসের মধ্যে দিয়ে চেয়েছিলেন সমাজের মধ্যে যে অন্যায়-অত্যাচার দুর্বলের উপর ও সবলের যে শোষন-নিপীড়ন চলছে তা দুর করতে তারা প্রতিনিয়ত মানুষকে অন্যায়ের পথ থেকে সরে এসে ন্যায়ের পথে চলার জন্য উদ্বুদ্ধ করেছেন তাদের শিল্প সাহিত্য চর্চার মাধ্যমে। বক্তারা,সমাজের যে অন্ধকারাচ্ছন্ন কুসংস্কার মনোভাব বিদ্যমান অবস্থা বিরাজ করছে তার থেকে মুক্তির জন্য উদীচীর সকল সদস্যকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.