বাঘাইছড়িতে অাদিবাসী দিবস পালিত

Published: 09 Aug 2015   Sunday   
no

no

আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে রোববার বাঘাইছড়ি উপজেলায় উদযাপিত হয়েছে।

উপজেলা রুপকারী মাঠে অনুষ্ঠিত সভায় বঙ্গলতলী ইউপির সাবেক চেয়ারম্যান উত্তরায়ন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রুপকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভ্রনলাল চাকমা। বক্তব্য রাখেন জেএসএস রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিত্রবিকাশ চাকমা, জেএসএস নেতা অন্যেধ কুমার চাকমা, পিসিপির নেতা সুমেত চাকমা,শতশিদ্ধ চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জ্যোসি চাকমা, বিশিষ্ট সমাজ সেবক রুপায়ন চাকমা তুলাবান,ইউপি সদস্য দীপংকর চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন জ্ঞনজীব চাকমা।

এর আগে রুপকারী  থেকে র‌্যালী সহকারে করেঙ্গতলী সড়ক প্রদকিন করে রুপকারী মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা অদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসী দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানান। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত