রাঙামাটিতে দোলযাত্রা উৎসব পালিত

Published: 16 Mar 2014   Sunday   

হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব (হোলি) রোববার রাঙামাটিতে পালিত হয়েছে।শ্রী কৃষ্ণের ১৪২তম দোলযাত্রা ও হোলি উপলে রাকালী মন্দিরে আয়োজন করা হয় নানা ধর্মীয় কর্মসূচীর। সকালে শহরের রাকালী মন্দিরে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অনুষ্ঠানের সূচনা করেন।কর্মসূচী মধ্যে অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ, কীর্তন ও ভক্তবৃন্দদের খিচুরী (এক প্রকার বিশেষ খাবার) বিতরণ করা হয়।এ সময় মন্দির পারিচালনা কমিটির সভাপতি পরিতোষ চন্দ রায়, সাধারণ সম্পাদক নন্দন দে, সহসভাপতি শংকর দে, সহ-সাধারণ সম্পাদক পংকজ মলিক, দোল উৎসব কমিটির আহ্বায়ক পুলক দে, সদস্য সচিব মিন্টু কুমার দে ও পুরোহিত রনধীর চক্রবর্তী উপস্থিত ছিলেন।এদিকে শ্রী কৃষ্ণের ১৪২তম দোলযাত্রা (হোলি) উৎসব মেতে উঠে হিন্দুসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষের। একে অপরকে বিভিন্ন রঙের আবির মেখে উৎসবটি পালন করে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত