প্রতিকুলতার মাঝে আদিবাসীদেরও এগিয়ে যেতে হবে--উষাতন তালুকদার

Published: 11 Aug 2015   Tuesday   

২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। যুগ পরিবর্তন হয়েছে। প্রযুক্তি প্রতিদিন উন্নত থেকে আরো উন্নত হচ্ছে। এই অবস্থায় আদিবাসীদেরও এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন  বাঁধা আসবে। এ  বাঁধাকে জয় করার চেষ্টা করতে হবে। প্রতিকুলতার মাঝেও আদিবাসীদের শিক্ষা অর্জন করতে হবে।

মঙ্গলবার রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের বড় আদাম বাজারে প্রধানমন্ত্রী ঘোষিত টিআর, কাবিকা, কাবিটার প্রকল্পের আওতায় বিদ্যুৎহীন এলাকায় সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মগবান ইউপি কার্যালয়ে সোলার প্যানেল বিতরণ  অনুষ্ঠানে মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, জীবতলি ইউপি চেয়ারম্যান সুদত্ত বিকাশ চাকমা।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি  মগবান ও জীবতলী এলাকার ১১টি প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করেন।

এর আগে উষাতন তালুকদার এমপি আসামবস্তি-কাপ্তাই সড়কের পাশে বৌদ্ধ সাধক সাধনা নন্দ মহাস্থবির (বনভান্তে)’র জন্মস্থান মোরঘোনা এলাকায় সৌন্দর্য বন্ধন গাছ রোপন করেন এবং বনভান্তের স্মৃতি মন্দিরের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে  উষাতন তালুকদারএমপি আরও বলেন, দেশ আমাদের সবার। দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। কিন্তু কিছু মানুষ আছে নিজের নাক কেটে অন্যর অমঙ্গল কামনা করছে। বর্তমান সরকারের আমলে রাঙামাটিতে বিদ্যুৎহীন এলাকাগুলো বিদ্যুতের আলোতে আলোকিত হোক তা চায় না।

তিনি  বলেন, বড় জাতিদের ছোট জাতিদের প্রতি বন্ধুসুলভ আচরণ করতে হবে। তারা চাইলে  আদিবাসীদের প্রতি সহানুভতির হাত বাড়িয়ে দিতে পারে। কিন্তু তা না করে শত্রু ভেবে বসে থাকে।
তিনি বলেন, সব কিছুতে নাগ গলানো ঠিক নয়। না পারলে চুপ করে থাকতে হবে। ‘সুর্যের তাপের চেয়ে বালুর তাপ বেশী’ এমন প্রভাব দেখানো থেকে বিরত থাকে তাদের পরামর্শ দেন। ক্ষতিপয় মানুষের কারণে সংগঠনের নামে বদনাম হয়। মানুষের জন্য সংগঠন। এ সংগঠন যদি মানুষের কল্যানে কাজ না করে তাহলে তা সংগঠন করার অর্থ হয় না। জনগণ আছে বলে সংগঠন ঠিকে আছে। তাই জনগণের মতামত গ্রহণ করতে হবে। তাদের কল্যাণে কাজ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত