বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মৃত্যুদন্ড কার্যকরের দাবীতে বান্দরবানে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

Published: 12 Aug 2015   Wednesday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করার দাবীতে বুধবার বান্দরবানে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান করেছে জেলা ছাত্রলীগ। 

জেলা ছাত্রলীগের উদ্যোগে বান্দরবান  প্রেসক্লাবের সামনে  ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়। মানবন্ধন চলাকালে  জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউচার সোহাগের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী,সহ সভাপতি ইসলাম বেবি,যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, সাধারন সম্পাদক জনি প্রমুখ। মানবন্ধন শেষে নেতৃবৃন্দ  জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর  বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

সমাবেশে  নেতৃবৃন্দ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনিদের যত দ্রুত সম্ভব  দেশের ফিরিয়ে এতে ফাসির  রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত