বান্দরবানে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

Published: 12 Aug 2015   Wednesday   

বান্দরবানে ত্রান ও দুর্যোগ ব্যবস্থানার বিষয়ে  বুধবার জেলা প্রশাসন  সংবাদ সন্মেলনের অায়োজন করেছে।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফরসহ কর্মকর্তারা।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী  বিগত বন্যায় বান্দরবানের পরিস্থিতি মোকাবেলায় সরকারী ত্রান তৎপরতার চিত্র তুলে ধরে বলেন,  গত বন্যায় বান্দরবান সদর উপজেলায়(পৌরসভা সহ) ৩ মেঃটন চাউল ও নগদ ত্রান হিসাবে ১লক্ষ ১০ হাজার টাকা,লামা উপজেলায় ২৪ মেঃ টন চাউল,নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা,আলীকদম উপজেলায় ১৫ মেঃটন চাউল,নগদ ১০ হাজার টাকা,নাইক্ষংছড়ি উপজেলায় ২৩ মেঃ টন চাউল,নগদ ৩৫ হাজার টাকা,রোয়াংছড়ি উপজেলায় ৫ মেঃ টন চাউল,নগদ ১০ হাজার টাকা,রুমা উপজেলায় ৫ মেঃ টন চাউল ,নগদ ১০ হাজার টাকা,থানছি উপজেলায় ৫ মেঃ টন চাউল ,নগদ ১০ হাজার টাকা বন্যার্থদের জন্য প্রদান করা হয়েছে।

 তিনি  আরও বলেন এবারের বন্যায় বান্দরবানের লামায় ৬জন,নাইক্ষংছড়িতে ১ জন সহ মোট ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন। এ জেলায় মোট ৬৩ হাজার ৫ শত ২৭ জনক্ষতি গ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা  ১৬হাজার ৭ শত ১৫।

তিনি বলেন বর্তমানে যে কোন দুর্যোগ মোকাবিলায় ৩১৬ মেঃ টন চাউল এবং ৬ লক্ষ ৫৫ হাজার টাকা মৌজুদ রয়েছে।  প্রশাসন যে কোন দুর্যোগ মোকাবেলায় রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত