বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতির প্রতি নেতা-কর্মীদের অনাস্থা!

Published: 13 Aug 2015   Thursday   

বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন ছাত্র দলের নেতা-কর্মীরা।

বুধবার চৌধুরী মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভা থেকে এই অনাস্থা জ্ঞাপন করা হয়। সভায় সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিন ফরহাদ,সাধারন সম্পাদক সুজেস তংচঙ্গ্যা,পৌর শাখার সভাপতি আলাউদ্দিন আলো,সাধারন সম্পাদক উ মং চিং মার্মা, কলেজ ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রশিত তংচঙ্গ্যাসহ বিভিন্ন শাখার নেতারা বক্তব্য রাখেন।

সভায় ছাত্রদল নেতারা বলেন, বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল সভাপতির পদ ব্যবহার এবং আ’লীগের সাথে আঁতাতের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। তিনি জেলা আ’লীগের সদ্য বহিস্কৃত সাধারন সম্পাদক কাজী মজিবর রহমানের সাথে যোগসাজসে ছাত্র দলের মধ্যে কোন্দল ও বিভাজন তৈরী করে ছাত্র দলের সাংগঠনিক শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়াও আ’লীগের প্রেস ক্রিপশন অনুযায়ী ছাত্রদল সভাপতি সাবিবুর রহমান জুয়েল কেন্দ্রীয় ঘোষিত কোন কর্মসুচীতে উপস্থিত না থেকে মাসের পর মাস কক্সবাজারে অবস্থান করেন। যার কারনে দলের সম্মান চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে এবং দলের নেতা কর্মীরা চরমভাবে বিব্রত। এমতাবস্থায় ছাত্রদলের ঐতিহ্য ও অস্থিত্ব রক্ষায় বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাকে সভাপতির পদ থেকে অপসারন করতে কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা বিএনপি’র প্রতি জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত