শনিবার রাঙামাটির কাপ্তাই উপজেলায় পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আ’লীগের সভাপতি দীপংকার তালুকদার। উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মারমা। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন মানিক, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আকরামুল হক, উপজেলা কৃষকলীগ সম্পাদক সুজিৎ তালুকদার, উপজেলা যুবলীগ সম্পাদক তানভীর আহমেদ, আলীগ নেতা নেথোয়াই মারমা, মহিউদ্দিন পাটুয়ারী বাদল, ইলিয়াছ মিয়া, ইউসুফ কারবারী, এরশাদুল কবির, ছিদ্দিক আহমদ, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, হুমায়ুনুর রহমান, ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা, বিএন তংচংঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, শফিউল আলম খোকন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আ’লীগ নেতা মো. ইব্রাহীম খলিল এছাড়া একই দিন উপজেলা প্রশাসনের উদ্যেগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাইয়ের ভারপ্রাপ্ত ইউএনও সহকারি কমিশনার (ভূমি) সোহেল পারভেজ। বক্তব্য রাখেন, ওসি হারুন অর রশিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হোসেন রশিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা সুব্রত বিকাশ তনচংগ্যা। উপজেলা আলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মার্কেটিং অফিসার মোস্তাক আহমদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.