শনিবার খাগড়াছড়ির পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের উদ্যোগে এক শোক র্যালী বের হয়। র্যালিটি পানছড়ি বঙ্গবন্ধু স্কোয়ারে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের ও যুবলীগ সভাপতি মো: আল-আমিন। পুস্পমাল্য শেষে একটি শোক র্যালি বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে ১ কিলোমিটার দূরে পানছড়ি উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে যুবলীগ সাধারণ সম্পাদক নাজির মাহামুদের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়ার সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের প্রমূখ।
শোকা সভায় জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা বলেন, জাতিকর জনক বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। যারা এ দেশকে স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে পারেনি তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। পানছড়ি উপজেলাবাসী যেন সহজেই জাতির পিতাসহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সে চিন্তা করে ২০১০ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির ভাস্কর্ষ তৈরী করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.