বান্দরবানে জাতীর জনকের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালিত

Published: 15 Aug 2015   Saturday   

শনিবার বান্দরবানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যদা সহকারে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু উন্মোক্ত মঞ্চে জাতীর জনকের প্রাতিকৃতিতে ফুলদিয়ে শোক দিবসটি শুরু করেন পার্বত্য চট্টগ্রাম বিষযক প্রতিমন্ত্রীর পক্ষে তার সহ ধর্মীনি ও আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন।প্রথমে জাতীর জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে পুষ্পস্থবক অর্পন করেন তার সহ ধর্মীনি মেহ্লাপ্রু মার্মা। এর পর  জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা অন্যান্য নেতাদের সাথে নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পন করেন। এর পর অন্যন্য সংগঠনের নেতৃবৃন্দ জাতীর জনকের প্রাতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন।

অপরদিকে দিবসটি উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দোওয়া মাহফিল ও আলোচনা সভার আযোজন করা হয়। জেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসনের উদ্যোগে ও আলোচনা সভা এবং দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী সহসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এছাড়া দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের মধ্যমপাড়া,বাজার,ক্যাংএর মোড় হয়ে রাজবাড়ী মাঠে গিয়েশেষ হয়। এ সময় বান্দরবান জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটিতে বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে নিহতদের আত্নার শান্তি কামনা করে স্ব স্ব ধর্ম অনুযায়ী বিশেষ প্রার্থনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত