ইউপিডিএফকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশে নিন্দা ও প্রতিবাদ

Published: 15 Aug 2015   Saturday   

রাঙামাটির বাঘাইছড়িতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ঘটনায় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে জড়িত করে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় বলা হয়, বাঘাইছড়িতে বন্দুক যুদ্ধের ঘটনায় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িয়ে কোন কোন সংবাদ মাধ্যমে (টিভি চ্যানেলে) রিপোর্ট প্রচারিত হচ্ছে তা আদৌ সত্য নয়।  প্রেস বার্তায় আরও বলা হয়,“কার সাথে সংঘর্ষ হয়েছে এবং আটককৃত ও নিহতরা কারা তা পরিস্কার জানা থাকা সত্বেও একটি বিশেষ মহল ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে ও দুরভিসন্ধিমূলকভাবে ইউপিডিএফের নাম জড়াতে চাইছে।

অবিলম্বে ঘটনা সম্পর্কে এ বিভ্রান্তিকর তথ্য দূর করার জন্য সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রেস বার্তায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত