রোববার রাঙামাটিতে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামূলক বৃদ্ধির লক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে এফপিএবি রাঙামাটি শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন এফপিএবি রাঙামাটির সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ। বক্তব্য রাখেন যুব লীগের সাংগঠনিক সম্পদক দীপক দাশ মানিক,সংগঠনের সাবেক সম্পাদক রবীন্দ্র লাল দে, মানবাধিকার কমিশনের সভাপতি বিজয় রতন দে ও আইনজীবী আবুর কালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফপিএবি রাঙামাটির সম্পাদক মুজিবুর রহমান মুজিব। মানববন্ধেন নানা শ্রেনী পেশার লোকজন অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে মায়ের পেটেও শিশু আজ নিরাপদ নয়। শিশু হত্যা ও নির্যাতন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর প্রতিকার না হলে সমাজের অবস্থা আরো অবনতি ঘটবে। বক্তারা দেশে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসতে এবং শিশুর প্রতি কোনো সহিংস আচরণ না করার জন্য সবাইকে প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.