বান্দরবান জেলা আ’লীগের বহিস্কৃত সাধারন সম্পাদ কাজী মজিবর রহমানের ইসলামপুরস্থ রিভার ভিউ’র বাসায় পুলিশ প্রায় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে মামলার গুরুত্বপুর্ন মালামাল জব্দ করেছে।
এসময় কাজী মজিবর রহমানের ছোট ভাই ইকবাল মাহমুদ তুষার এর স্ত্রী ছাড়া বাসায় কেউ ছিলেন না। রোববার বিকালে বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্ল্যাহ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
জানা যায়,বান্দরবানে ফেইসবুকে এক স্কুল ছাত্রীর অশ্লীল ছবি প্রকাশের অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফী আইনে দায়ের করা দুটি মামলায় জেলা আ’লীগের সদ্য বহিস্কৃত সাধারন সম্পাদ কাজী মজিবর রহমানের ছোট ভাই ইকবাল মাহমুদ তুষার অন্যতম আসামী। মামলার প্রধান আসামী আরিফুল ইসলাম বাবু,ইকবাল মাহমুদ তুষার ও কৌশিক আমিন পলাতক থাকলেও কাজী মজিবর রহমানের ব্যক্তিগত সহকারী বাপ্পি মল্লিক,গাড়ী চালক ইমন বড়ু–য়া,তাদের সহযোগী আবু তৈয়ব পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। শনিবার উক্ত মামলায় গ্রেফতার হওয়া তিন আসামীর দুই দিনের রিমান্ড শেষ হয়। রিমান্ডে দেয়া আসামীদের তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ আমির হোসেন সাংবাদিকদের জানান, ইকবাল মাহমুদ তুষার নারী ও শিশু নির্যাতন এবং র্পোন্যগ্রাফী আইনে দায়ের করা দুটি মামলার অন্যতম আসামী। তার বাসায় অভিযান চালিয়ে দুইটি মোবাইল ও দুইটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। এ মোবাইল ও পেনড্রাইভ দুটিতে ছাত্রীর অশ্লীল ছবি থাকতে পারে।
জানা যায়, গত দুই সপ্তাহ আগে বান্দরবান শহরের বাসিন্দা আজিজ হাবিলদারের ছেলে আরিফুল ইসলাম বাবু দশম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর নামে ফেইসবুকে ভুয়া আইডিতে ঐ ছাত্রীর অশ্লীল ছবি প্রকাশ করে। এ ঘটনায় ছাত্রীর পিতা বান্দরবান সদর থানায় অভিযুক্ত আরিফুল ইসলাম বাবুকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.