১৯ আগষ্ট বান্দরবানে হাট-বাজার ও দোকাপাট বর্জনের ডাক দিয়েছে জেএসএস

Published: 17 Aug 2015   Monday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১৯ আগষ্ট বান্দরবান জেলায় সকল হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচির ডাক দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)। কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে  জেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করেছে জেএসএস-এর নেতা-কর্মীরা।

জেএসএস সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত বছর ২৯ নভেম্বর ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে রোড ম্যাপ ঘোষনা না করলে ১ মে থেকে অসহযোগ আন্দোলন করা হবে বলে সরকারকে আল্টিমেটাম দেন। তবে ওই সময়ে আন্দোলনে না গিয়ে সরকারকে সময় দেয়া হয়। কিন্তু সরকার চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষনার দূরের কথা বরং চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী কার্যক্রম গ্রহনের মাধ্যমে জুম্মদের জাতিগতভাবে নির্মূলীকরনের কাজ জোরালোভাবে করে চলেছে। এমনিতর বাস্তবতায় জুম্ম জনগনের জাতীয় অস্তিত্ব ও আবাসভুমির অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং জুম্ম জনগনসহ পার্বত্য আধিবাসীদের সনদ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনাঙ্গ বাস্তবায়নের লক্ষে জনসংহতি সমিতি নিয়মতান্ত্রিক উপায়ে অসহযোগ আন্দোলনে অবর্তীন হতে বাধ্য হয়েছে। তাই ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১৯ আগষ্ট(বুধবার) বান্দরবান জেলা ব্যাপী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল হাট-বাজার বর্জন কর্মসুচীর ডাক দেয়া হয়েছে।

এদিকে কর্মসূচিকে সফল করতে পাড়ায়-পাড়ায় বা গ্রামে গ্রামে পিসিজেএসএস ও অঙ্গ সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতাকর্মীরা প্রচারণা চলাচ্ছেন। সোমবারও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচার-প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীরা।

পিসিজেএসএস জেলা শাখার সভাপতি উচ মং মার্মা বলেন, দীর্ঘ ১৮ বছর অতিক্রান্ত হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেনি সরকার। মৌলিক বিষয়কগুলোর মধ্যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইন, প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, পিসিজেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরপে সন্তু লারমা ঢাকায় ২৯ নভেম্বর চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তি বাস্তবায়ন করা না হলে পহেলা মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। ঘোষনা অনুযায়ী অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বান্দরবান জেলায় একদিনের বাজার বর্জনের ডাক দেয়া হয়েছে।

উল্লেখ্য, একই দাবীতে ২৮ জুলাই রাঙামাটি জেলায় হাট-বাজার ও দোকানপাট বর্জন কর্মসূচি পালন করেছিল জেএসএস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত