শাহজাহান কবির সাজু চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর নির্বাচিত

Published: 18 Aug 2015   Tuesday   

সম্প্রতি খাগড়াছড়িতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার পানছড়ি থানা প্রতিনিধি ও পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ।

খাগড়াছড়িতে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে নির্বাচনে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমার উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে উপজেলা ক্রীড়া সংস্থাসমুহের সাধারণ সম্পাদকের মধ্য থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা ও পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলার হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থা থেকে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশ্বজিৎ চাকমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত