বিলাইছড়ির বড়থলী ইউপির নির্বাচনী প্রচানাকালীন ৮ জনকে আটক ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে জেএসএস

Published: 19 Aug 2015   Wednesday   

বিলাইছড়ি উপজেলার নব সৃষ্ট বড়থলী ইউনিয়নের নির্বাচনী প্রচারের সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার সহসভাপতিসহ ৮ জনকে আটক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে  ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে জনসংহতি সমিতি(জেএসএস)।

বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবি করা হয়, বিলাইছড়ি উপজেলাধীন নব সৃষ্ট বড়থলী ইউনিয়নের নির্বাচন আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রার্থীতা যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর ১১ আগস্ট থেকে নির্বাচনী প্রচারনা শুরু করা হয়। প্রচারনা অংশ হিসেবে ১৫ আগস্ট পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিলাইছড়ি থানা শাখার সহ সভাপতি চন্দ্রলাল চাকমা (রাহুল) বড়থলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতু মং মারমাসহ অন্যান্যরা  ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বীরবাহু ত্রিপুরার সাথে বড়থলী গ্রামে যাচ্ছিলেন। এ সময় তারা বড়থলী  নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের সামনে পৌঁছলে কোন কারণ ছাড়াই ৮জনকে আটক করা হয়। আটকৃতদের  সারা রাত  আটক রাখার পর ১৬ আগস্ট তাদের বিলাইছড়ি থানায় হস্তান্তর না করে বান্দরবান জেলার রুমা থানায় সোপর্দ করা হয়েছে। অবশ্যই ওই দিন বিকালে আটকৃতদের ছেড়ে দেয় রুমা থানা পুলিশ।

প্রেস বার্তায় অভিযোগ করে আরও দাবী করা হয়,আটকৃতরা ছাড়া পাওয়ার পর ১৭ আগস্ট বড়থলী ইউপি চেয়ারম্যন পদপ্রার্থী আতুমং মারমাসহ বিলাইছড়িতে ফেরার পথে বড়তলী নিরাপত্তা বাহিনীর সদস্যরা আবারও ৭ জনকে আটক করে। এসময় চেয়ারম্যান পদপ্রার্থী আতু মং মারমা আটককৃতদের তার নির্বাচনী কর্মী বলে ছেড়ে দেয়ার জন্য সুপারিশ করলেও তাকে ধমক দিয়ে ক্যাম্প থেকে বের করে দেয়। পরবর্তীতে আটককৃত ৭ জনকে নিয়ে রুমায় নিয়ে যাওয়ার পথে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে এবং এতে ৪জন গুরুতর আহত হন। পরে রুমা থানায় আটকৃতদের হস্তান্তরের পর ছাড়া পায়।  তবে শারীরিক নির্যাতনের কারণে বর্তমানে ২নং বিলাইছড়ি ইউপি মেম্বার জন জ্যোতি চাকমা ও পিসিপির বিলাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক উত্তম চাকমা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রেস বার্তায় নির্বাচনী প্রচারকালে এভাবে গ্রেফতার করা নির্বাচনী কাজে বাধা প্রদানের সামিল এবং এটা গণতান্ত্রিক নীতি ও অধিকারের পরিপন্থী উল্লেখ্য করে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বড়তলী ইউনিয়ন পরিষদের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও দেশে গণতন্ত্র ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার স্বার্থে তিন দফা দাবী জানানো হয়েছে। সেগুলো হল বড়থলী ক্যাম্প কমান্ডারকে বদলি ও বিচারের ব্যবস্থা করা,বড়তলী ইউনিয়ন পরিষদের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকল প্রার্থীর কর্মীদের অবাধ চলাফেরা ও প্রচারণার সুযোগ  এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত