রাঙামাটি জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠক, ৬১ মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ

Published: 20 Aug 2015   Thursday   

টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে কাপ্তাই হ্রদের পানিতে বৃদ্ধিতে রাঙামাটির বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল  প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দিয়েছে। এ দুর্যোগ  পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার  রাঙামাটি জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। এতে জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে জেলার  উর্দ্ধতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি জেলায় বন্যা কবলিত এলাকার জন্য ৬১ মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে কাপ্তাই প্রতিনিধি জানান, টানা বর্ষনে ও উজান থেকে নেমে পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ০৩ এমএসএলে অবস্থান করছে। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাপ্তাই বাঁধের ১৬ টি স্পিলওয়ে সাড়ে ৪ ফুট উচ্চতায় ৬৭ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাপ্তাই জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান জানান, ভারী বর্ষনে উজান থেকে নেমে পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ০৩এমএসএলে(মেইন সি লেভেল) অবস্থান করছে। বর্তমানে কাপ্তাই বাঁধের ১৬ টি স্পিলওয়ে সাড়ে ৪ ফুট উচ্চতায় ৬৭হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ২শ ৪০ মেগাওয়াট।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত