লামায় আবারও বন্যা,শত শত পরিবার আশ্রয় কেন্দ্রে

Published: 20 Aug 2015   Thursday   

কয়েক দিনের টানা বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় আবারও বন্যা দিয়েছে। ইতোমধ্যে বন্যা ক্ষতিগ্রস্থ লোকজন উপজেলার   বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। 

জানা  গেছে, টানা বর্ষনে লামা উপজেলায় পঞ্চমবারের বন্যা দিয়েছে। এতে লামা বাজার, নয়াপাড়া, চাম্পাতলী, চেয়ারম্যান পাড়া, বাস ষ্টেশন ও পাশ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব ক্ষতিগ্রস্থ  লোকজনদের উপজেলা প্রশাসন থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও লামা সরকারী উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র  খোলা হয়েছে। ইতোমধ্যে তিনটি আশ্রয় কেন্দ্রে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার সকাল  থেকে  লামা উপজেলা প্রশাসন ও পৌরসভার সকল মসজিদ থেকে মাইকিং করে পাহাড়ে পাদদেশে ঝুকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।

লামা পৌরসভা মেয়র আমির হোসেন  জানান, পৌরসভা থেকে আশ্রয় কেন্দ্র গুলোতে চাল বিতরণ ও রান্না করে খাওয়ানো হচ্ছে। বন্যার্তদের খাবার পানি ব্যবস্থা করা হয়েছে।

বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জানান, শতাধিক বন্যার্তদের মাঝে খিঁচুড়ী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভার মেয়র আমির হোসেন ও জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ইতিমধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে আশ্রয় কেন্দ্রে বন্যায় পানিবন্ধি মানুষের মাঝে বিতরণ করেছেন। তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি নিয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কররেত উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। উপজেলা শহরে ৩টি আশ্রয়ন কেন্দ্র খোলা রাখা হয়েছে।  প্রযাপ্ত  পরিমাণের খাদ্য মজুদ রয়েছে।  তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কার্যালয়ে একটি মনিটরিং সেল খেলাসহ  আশ্রয় কেন্দ্র গুলোতে উপজেলা প্রশাসন থেকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত