লামায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন

Published: 20 Aug 2015   Thursday   

বান্দরবানের লামায় ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন। 

বৃহস্পতিবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক মিনাকি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ১৭ আগষ্ট ত্রিপুরা কিশোরী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং চিকিৎসা শেষে ১৮ আগষ্ট হাসপাতালের দুই কর্মচারী ও এক স্থানীয় যুবক কর্তৃক গণধর্ষণের শিকার হয়।

প্রেস বার্তায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলা হয়,‘থানায় মামলা দেয়ার পর অভিযুক্তদের মধ্যে নুর মোহাম্মদ নামে একজনকে পুলিশ গ্রেফতার করলেও বাকি দুই অভিযুক্ত আসামীকে এখনো গ্রেফতার করতে পারেনি।’ অবিলম্বে তাদেরকেও গ্রেফতারের দাবি জানান।

প্রেস বার্তায় অপরাধীদের শাস্তি না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে উল্লেখ করে  আর বলা হয়, গেল জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত কমপক্ষে ১০ জন পাহাড়ি নারী ও শিশু ধর্ষিত এবং ১১ জন ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত