বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণ

Published: 21 Aug 2015   Friday   

 বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে শুক্রবার ত্রাণ বিতরন করা হয়েছে।

জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে  প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত  থেকে  বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রেডক্রিসেন্টের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময়  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী,সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।  এসময় বন্যা দুর্গতদের নগদ ৩ হাজার টাকা,একটি করে ত্রিপল ও ৫টি করে খাবার স্যলাইনের প্যাকেট বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বান্দরবানের নিচু এলাকা এবং পাহাড়ের পাদ দেশে যারা বসবাস করেন তাদের বেশি করে সচেতন হওয়া জরুরী। তিনি বলেন বান্দরবানে পর্যাপ্ত পরিমানে ত্রান মওজুত রয়েছে। বান্দরবানে বিগত মাত্র দেড় মাসের মাথায় ৪বারের মতন বন্যা হয়েছে। অসচেতনতার কারনে প্রায় ১২জন জীবন হারিয়েছে। এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি  সবাইকে আহবান জানান।

এদিকে, জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, ও বান্দরবান পৌর সভার উদ্যোগে এক হজার পরিবাকে ১০ কেজি করে চাউল বিতরন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু জাফর,সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,পৌর মেয়র জাবেদ রেজা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত