বরকলে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার

Published: 22 Aug 2015   Saturday   

টানা বর্ষনে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায়  নিুাঞ্চল প্লাবিত হয়ে বরকল উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা শনিবার পরিদর্শন করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও  জেলা আওয়ামীলীগের সভাপতি প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

তিনি সকালে বরকল উপজেলার কলাবুনিয়া,ভুষণছড়া,এরাবুনিয়া ও আমতলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ’ এলাকা তিনি পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা,বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইনসহ উপজেলার অন্যান্য ব্যক্তিবর্গ।

 পরিদর্শনকালে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার  পানিতে ডুবে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান ছাড়াও ক্ষতিগ্রস্থ মানুষদের পরিবারের খোঁজ খবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহবান জানান। সাধারন মানুষের দুঃসময়ে আওয়ামীলীগ সবসময় তাদের পাশে আছে এবং থাকবে।

তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা করতে রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনকে অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত