রাঙামাটি শহরে পিস্তলসহ দুই যুবক ও ১১ জুয়াড়ীকে আটক করেছে যৌথ বাহিনী

Published: 22 Aug 2015   Saturday   

শনিবার রাতে রাঙামাটি শহরে বনরুপার কাটাপাহাড় এলাকার মোহাম্মদিয়া মার্কেটের এগত্তর ক্লাবে যৌথ বাহিনীর সদস্যরা অভিষান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ দু‌ই যুবককে আটক করেছে। এসময় জুয়া খেলার অপরাধে ১১ জুয়াড়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে শহরের অন্যতম বানিজিক্য কেন্দ্র বনরুপার কাটা পাহাড় লেনের মোহাম্মদিয়া মার্কেটের দোতলায় অবস্থিত এগত্তর নামের একটি ক্লাবে রাঙামাটি সেনা রিজিয়নের(বিএ-৪৭৯৫) মেজর তসলিম মোঃ তারেকের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় এগত্তর ক্লাবের একটি কক্ষে অভিযান চালিয়ে ইতালির তৈরী ১টি পিস্তল(৭.৬৫এমএম) ও ১টি ম্যাগজিনসহ ৪রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। এসময় ওই কক্ষ থেকে শহরের ১নং পাথর ঘাটার অশোক কুমার দেওয়ানের ছেলে প্রিয়তম দেওয়ান (৩২) ও গর্জনতলী এলাকার খেয়াং প্রু মারমার ছেলে লিটন মারমা (২৯)কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে,একই ক্লাবের পাশের একটি কক্ষ থেকে জুয়া খেলা ও মাদক দ্রব্য সেবনের অপরাধে ১১জুয়াড়ীকে আটক করা হয়। তাৎক্ষনিকভাবে আটককৃত জুয়াড়ীদের নাম জানা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃতদের কতোয়ালী থানা পুালশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে একটি ক্লাব থেকে ১টি পিস্তল ও চার রাউন্ডগুলিসহ ১৩জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত