খাগড়াছড়িতে বন্যায় গঞ্জপাড়া সেতুর মাটি ধসে পড়ায় যোগাযোগ বন্ধ

Published: 23 Aug 2015   Sunday   

কয়েক দিনে টানা বর্ষনে আকস্মিক বন্যায় খাগড়াছড়ি শহরের গোলাবাড়ী ইউনিয়নের গঞ্জপাড়া সেতুর পশ্চিম  অংশে মাটি ধসে পড়ায় সেতুটি ঝুঁকিপুর্ন হয়ে উঠায় চলাচল বন্ধ  রয়েছে। তবে এলাকাবাসী  সেতুর পাশে বাঁশের সাকো  তৈরী করে চলাচল করছেন।

টানা বর্ষনে  ও উজান  থেকে নেমে আসা পাহাড়ী ঢলে  চেঙ্গীর পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি  জেলা শহরের নিুাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা  দেখা  দেয়। এতে শহরের সাথে এক যোগাযোগের মাধ্যম গালাবাড়ী ইউনিয়নের গঞ্জপাড়ার  সেতুর পশ্চিম অংশ টানা বর্ষন ও বন্যায় মাটি ধসে গিয়ে ঝুঁকিপুর্ন হয়ে উঠেছে। বর্তমান সেতুর উপর চলাচল বন্ধ রয়েছে। তবে এলাকাবাসী বাঁশের সাকো তৈরী করে চলাচল করছেন। ফলে যান চলাচল বন্ধ থাকায় এলাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

এলাকাবাসী স্থানীয়রা, দ্রুত গতিতে সংস্কার করা না হলে পুনরায় বন্যায় প্লাবিত হলে সেতুটি  স¤পূর্ণভাবে ধসে গিয়ে বিলীত হওয়ার অশংকা রয়েছে। সেতুটি সংস্কারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী লোকমান হোসেন জানান, সেতুটি এলাকাবাসীর একমাত্র চলাচলের বাহন। এ  সেতু নির্মান হওয়ায় এ এলাকার সামগ্রিক উন্নয়ন সাধিত হলেও নিন্মমানের কাজ হওয়ায় একদিনের বন্যায়  সেতুর পশ্চিম অংশ বন্যার পানিতে বিলীন হয়ে  গেছে। ফলে এ সেতুর সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান ত্রিপুরা জানান, গন্জ পাড়া-বলপেইয়া আদাম-জিরো মাইল-ঠাকুছড়ার সাথে শহরের সড়ক যোগাযোগ একমাত্র মাধ্যম এ সেতুর পশ্চিম অংশে বন্যায়  বর্ষন ও বন্যার কারণে মাটি ধসে পড়ায় হুমকি সন্মুখীন হয়ে পড়েছে । সেতুটি দ্রুত মেরামতের জন্য প্রকল্প গ্রহনের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে তিনি জানান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত