খাগড়াছড়িতে বিএনপির মতবিনিময় সভা

Published: 23 Aug 2015   Sunday   

রোববার খাগড়াছড়ি  জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি কেন্দ্রিয় বিএনপির নির্দেশে  জেলা, উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল করার মাধ্যমে সংগঠনকে সংগঠিত করার লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক মো: আবু তালেবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  বলা হয়, জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের হল রুমে মতবিনিময় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা ,উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দরা।অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচাইরী মাস্টার, যুগ্ম সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক বাদল, সহ-সাংগঠনিক এমএন আবছার, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব খান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মালেক মিন্টু, দপ্তর সম্পাদক মো:ইউসুফ, সহ দপ্তর সম্পাদক আবু তালেব, পৌর বিএনপি’র সভাপতি আব্দূর রব রাজা, জেলা যুবদলের সভাপতি দাউদুল ইসলাম ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আবু তাহের, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম আসাদ, জেলা বাস্তহারা দলের সভাপতি মোঃ আলম সহ অন্যান্যে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 কেন্দ্রীয় বিএনপির নির্দেশে দলকে গতিশীল, চাঙ্গা করার পদক্ষেপ নেওয়া এবং উপজেলা, পৌর জেলা বিএনপির সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত