ভূমি নিয়ে জটিলতার কারনে সীমান্তে বিওপি স্থাপনে সমস্যা হচ্ছে-মেজর জেনারেল আজিজ আহমেদ

Published: 24 Aug 2015   Monday   

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, পার্বত্যাঞ্চলের অরক্ষিত সীমান্ত গুলো সুরক্ষিত লক্ষে রাত দিন কঠিন পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে বিজিবি। বান্দরবানে সেক্টর স্থাপনের পর অরক্ষিত সীমান্ত নিয়ন্ত্রনে  বিওপি স্থাপন করা হচ্ছে। বিওপি স্থাপন সম্পন্ন হলে সীমান্ত সুরক্ষিত হবে।

 তিনি আরও বলেন,সীমান্ত এলাকায় বিওপি স্থাপন করতে গিয়ে ভুমি সমস্যা নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। পার্বত্যাঞ্চলের পাহাড়ী জনগোষ্ঠীর লোকজন বিওপি স্থাপনের জন্য স্বল্প পরিমান ভূমিও দিতে চায় না। তারা বিওপি স্থাপনে বাঁধা প্রদান করা হচ্ছে। যারা সীমান্ত সুরক্ষায় বিওপি স্থাপনে বাঁধা দিচ্ছে, তারা হয়তো না বুঝে বাঁধা দিচ্ছে।  অথবা  কোন স্বার্থন্বেষী মহল তাদের দিয়ে বাঁধা দেয়া চেষ্টা করছে।

 তিনি সীমান্ত সুরক্ষায় ও এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অস্ত্র ও চোরাচলান, মাদক দ্রব্য প্রবেশ রোধ করতে বিওপি স্থাপনের জন্য ভূমি দিয়ে বিজিবিকে সহযোগীতা করার জন্য পার্বত্যাঞ্চলবাসীর প্রতি আহবান জানান।

সোমবার বিকালে রোয়ায়ছড়ি উপজেলার খানসামা পাড়ায় নবগঠিত বিজিবির সেক্টর সদর দপ্তরের কয়েকটি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন শেষে সাংবাদিকদের প্রেসব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,বিজিবি’র দক্ষিন অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেন, সদর সেক্টর কমান্ডার এস এম কর্নেল অলিউর রহমান, বান্দরবান জোন কমান্ডার লেঃ কর্নেল রাজু আহমেদ, বলিপাড়া জোন কমান্ডার লেঃ কর্নেল কামরুজ্জামান, লেঃ কর্নেল শাহরিয়ারসহ বিজিবি”র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবান বিজিবি’র সেক্টর সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক সেক্টর সদর দপ্তরে ১৫০ সৈনিক ব্যারাক ভবন, জেসিও’স মেস ভবন, অফিসার্স কোয়ার্টার এবং রেষ্ট হাউজ ভবন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভারহেড বৈদ্যুতিক লাইন স্থাপন ও ৫০০ কেভি-এ সাব ষ্টেশণের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন বিজিবি)’র মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত