রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবসৃষ্ট ৪নং বড়থলী ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার অনুষ্ঠিত হচ্ছে। ত্রিদেশীয় সীমান্তবর্তী বড়থলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ১জন সংরক্ষিত মহিলা সদস্যসহ ৪জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন। মেম্বার পদে ৭টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নটির ৯টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ চলবে।
জানা গেছে, এ বড়থলী ইউনিয়নের উত্তরে রয়েছে ভারত সীমান্ত,দক্ষিণে মায়ানমার,পূর্বে ঠেগা খাল ও পশ্চিমে বান্দরবান জেলার রোয়াংছড়ি,রুমা ও থানছি উপজেলা। তিন দেশের সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে অন্যতম ইউনিয়ন হল বড়থলী ইউনিয়ন পরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনার আলোকে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ৪নং বড়থলী ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করা হয় এবং তা ২০১৪সালে ৬ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশ হয়। এরপর সরকার বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসারকে প্রশাসক ও স্থানীয় ১২ ব্যক্তিকে সদস্য নিয়োগ দিয়ে নতুন ইউনিয়নটির দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করা হয়। ইউনিয়নটির ১,২,৩,৪,৫,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের পূর্বে রয়েছে ভারত সীমান্ত। আর ৯নং ওয়ার্ডের দক্ষিণে হল মায়ানমার সীমান্ত। ইউনিয়নটি রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার অন্তর্গত হলেও বিলাইছড়ি উপজেলার সাথে ওই এলাকার কোন যোগাযোগ মাধ্যম নেই। বান্দরবান জেলার রুমা উপজেলা হয়ে ওই এলাকার লোকজনকে বিলাইছড়ি আসতে হয়। বড়থলীর জনসাধারণকে ওখান থেকে ১দিন পায়ে হেঁটে রুমায় আসতে হয়। এরপর বান্দরবান এসে চন্দ্রঘোনা ও কাপ্তাই হয়ে বিলাইছড়ি যেতে দুদিন সময় লাগে।
এদিকে, মঙ্গলবার নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে সীমান্তবর্তী এলাকার ৯টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী কর্মকর্তা ও সরঞ্জামাদি সোমবার পৌঁছে দেয়া হয়। এছাড়া ২দিন আগে রাঙামাটি থেকে চাঁদের গাড়ীতে করে পুলিশ ও আনসার-ভিডিপি’র ২ শতাধিক ফোর্স বান্দরবানের রুমায় গিয়ে ওখান থেকে পায়ে হেঁটে সোববার বড়থলী পৌঁছেছিল। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নটির ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
অপরদিকে ত্রিদেশীয় সীমান্ত হওয়ায় ওই এলাকায় নিরাপত্তাবাহিনী বিশেষ সতর্ক দৃষ্টি রয়েছে। ওখানে স্থানীয় জনসাধারণ ব্যতীত অন্যান্য স্থানের লোকজনের প্রবেশের ওপর নিরাপত্তাবাহিনীর কড়া নজর রয়েছে। তাই বাইরে থেকে ওখানে গিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে আগে থেকে কেউ জনসংযোগ করতে পারেনি।
নতুন এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) সমর্থিত প্রার্থী আতোমং মার্মা (তালগাছ) ও স্বতন্ত্র প্রার্থী সুজন এিপুরা (ঢোল)। এদেরমধ্যে ত্রিপুরাসম্প্রদায়ের ভোট বেশি হওয়ায় এবং সম্প্রদায়টির লোকজন ঐক্যবদ্ধ থাকায় চেয়ারম্যান পদে সুজন ত্রিপুরার সম্ভাবনা অধিক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায় জনসংহতি সমিতির যদি তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোটারদের বুঝিয়ে ভোট আদায়ে সক্ষম হয় তাহলে আতোমং মার্মার সম্ভাবনা উজ্জ্বল। তাই চেয়ারম্যান পদে দ্বিমুখী তীব্র লড়াইয়ের আশংকা করছেন স্থানীয়রা। এ ইউনিয়নে ১জন সংরক্ষিত মহিলা সদস্যসহ ৪জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন। এরা হলেন-সংরক্ষিত ১ এ কালুতি তঞ্চঙ্গ্যা,সাধারণ ওয়ার্ডে ৩নং ওয়ার্ড থেকে অংখ্যামং মারমা,৫নং ওয়ার্ড থেকে চিংহলা অং মার্মা ও ৮নং ওয়ার্ড থেকে অনচন্দ্র ত্রিপুরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
বাকী মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন-সংরক্ষিত ২ এ অজাতি ত্রিপুরা (স্কুল ব্যাগ),জয়নতি ত্রিপুরা (জবাফুল),সংরক্ষিত ৩ এ হাঁচারু ত্রিপুরা (স্কুল ব্যাগ),হানাতি ত্রিপুরা (কড়াই)। ১নং সাধারণ ওয়ার্ডে মিজু কুমার তঞ্চঙ্গ্যা (ভ্যানগাড়ী),সুমন কান্তি তঞ্চঙ্গ্য (পাহাড়),২নং সাধারণ ওয়ার্ডে জামাইয়া তঞ্চঙ্গ্যা (লিচু),রনজয় তঞ্চঙ্গ্যা (ভ্যানগাড়ী),৪নং সাধারণ ওয়ার্ডে ওয়াইভার ত্রিপুরা (বসারটুল),বীরবাহু ত্রিপুরা (ভ্যানগাড়ী),৬নং ওয়ার্ডে যোহন ত্রিপুরা (খাম),সত্যচন্দ্র ত্রিপুরা (ভ্যানগাড়ী),৭নং সাধারণ ওয়ার্ডে বাদুলা ত্রিপুরা(লিচু),সাধুচন্দ্র ত্রিপুরা (খাম),৯নং সাধারণ ওয়ার্ডে সুরোন্দ্র ত্রিপুরা (লিচু) ও য়ংরুং মুরুং (ভ্যানগাড়ী)।
বিলাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিকা চাকমা বলেন,এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটার সংখ্যা হল ১ হাজার ৭৮৩। এরমধ্যে পুরুষ ভোটার ৯শ ২১ ও মহিলা ভোটার ৮শ ৬২ জন। ৯টি কেন্দ্রের প্রতিটিতে ১জন প্রিসাইডিং অফিসার,২জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যগণ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা বলেন,দুর্গম ওই ইউনিয়নে নিরাপত্তা বাহিনী কর্তৃক স্টাইকিং ফোর্সের দায়িত্বে থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.