জুরাছড়িতে আওয়ামীলীগের শোক সভা ও র‌্যালী

Published: 25 Aug 2015   Tuesday   

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটির জুরাছড়িতে আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

ক্স উপজেলা অফিসাস ক্লাবে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি রাঙ্গামাটি আওয়ামী লীগের যুগ্ন সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল। সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মওলা, সদস্য মিন্টু মারমা, কেন্দ্রিয় ছাত্র লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মৃনাল তঞ্চঙ্গ্যা, উপদেষ্টা সদস্য বনবিহারী চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকম উপস্থিত ছিলেন। বক্তব্যে রাখেন, উপজেলা মহিলা লীগের সম্পাদিকা মিতা চাকমা, ছাত্র লীগের সভাপতি রিকো চাকমা, উপজেলা মহিলা লীগের সভানেত্রী কল্পিতা চাকমা প্রমূখ।

এর আগে জুরাছড়ি অফিসার্স ক্লাব থেকে শোক র‌্যালী বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। শোক র‌্যালী শেষে অফিসাস ক্লাবে সংগঠনের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ন সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল বলেন, এরশাদ সরকার, বিএনপি সরকার পার্বত্য সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও সমস্যা সমাধান করতে পারেনি। আওয়ামীলীগ সরকারই চুক্তি সম্পাদনের সক্ষম হয়েছে। সুতরাং এরশাদ সরকার, বিএনপি সরকার চুক্তি বাস্তবায়ন করবে না- আওয়ামী লীগ সরকারই পার্বত্য শান্তি চুক্তির পূর্নরূপে বাস্তবায়ন করবে। চুুক্তির মৌলিক বিষয় ভূমি সমস্যা সমাধানের সম্মিলিত সহযোগীতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত