খাগড়াছড়ির জেলা সদর ও মাটিরাঙ্গা উপজেলায় মঙ্গলবার পৃথক দুটি স্থান থেকে ইউপিডিএফ-পিসিজেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্য’র ১৭নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরের কামিনী মেম্বার পাড়া এলাকায় মঙ্গলবার বিকালে একটি চাঁদের গাড়িতে তল্লাশী করে পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র ১৫নেতাকর্মীকে আটক করে আইন-শৃংখলা বাহিনী। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় সোপর্দ করার পর বুধবার সকালে খাগড়াছড়ি জেলা আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতরা হলেন, জ্ঞানেন্দ্র ত্রিপুরা(৪২), তপন চাকমা(৪২), পলাশ ত্রিপুরা(২৮), জয় ত্রিপুরা(২৯), সুভাশীষ খীসা(৩৫), সুমেস ত্রিপুরা(২৫), বারেন ত্রিপুরা(২৮), জেনি ত্রিপুরা(২৯), রূপণ ত্রিপুরা(৩৫), মিলন কান্তি ত্রিপুরা(২৫), জগত কুমার ত্রিপুরা(৩৫), সুনীতি বিকাশ চাকমা(৩৮), দুলাল মনি চাকমা(২১), কান্তি ত্রিপুরা(২৪) এবং মনো বিকাশ ত্রিপুরা(৩২)।
পুলিশ আরও জানায়, নাশকতা সৃষ্টির উদ্দ্যেশ্যে ঘটনার দিন তারা শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সদস্যরা মাটিরাঙ্গা সদরের খুব কাছাকাছি গভীর জঙ্গলে বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। আইন-শৃংখলা বাহিনী সদস্যদের ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ’র সদস্যরা পালিয়ে যায়।
মাটিরাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে জেলা সদর ভাইবোনছড়া সতের নম্বর নামক এলাকা থেকে চাঁদা আদায়কালে মঙ্গলবার দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে আইন-শৃংখরা বাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে নগদ নয় হাজার আটশ তিয়াত্তর টাকাসহ চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ক্রিজেরি মারমা(৩২) ও সাধন বিকাশ চাকমা ওরফে সাধু(৩০)। আটকৃতদের মধ্যে ক্রিজেরী পাহাড়ী সংগঠন পিসিজেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্য ও সাধু ইউপিডিএফ কর্মী বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.