খাগড়াছড়ির কৃতি সন্তান ও পার্বত্য মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা’র পিতা বরেন্দ্র কুমার ত্রিপুরা পরলোক গমন করেছেন । বুধবার দুপুরে হঠাৎ তিনি শারিরিক অসুস্থ বোধ করলে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৯৬ বৎসর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে, নাতী-নাতনী, গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন ।
এদিকে, বরেন্দ্র কুমার ত্রিপুরার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসছে। সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাসা মিলনপুর এলাকায় ভিড় জমান। বৃহস্পতিবার বিকেলে সাতভাইয়া পাড়াস্থ ত্রিপুরা মহাশশ্মানে তার দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোসে’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি ২৯৮নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি চাইথোঅং মারম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহেদুল আলম, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, পৌর মেয়র মোঃ রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান চ্ঞুমনি চাকমা, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, চাকমা একাডেমী’র সভাপতি সন্তোষিত চাকমা বকুল, সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি হেডম্যান এসোশিয়েশনে সুইহ্লাপ্রু চৌধুরী, কার্বারী এসোশিয়েশনে সভাপতি রনিক ত্রিপুরা, সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি পিপি এড. বিধান কানুনগো, সেক্রেটারী সজল বরন সেন, বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদের কংচাইরী মাষ্টারসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিরা শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন ।
অপরদিকে, বুধবার ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা ও তার বিদেহী আত্নার সৎগতি কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.