রাঙামাটিতে মাওলানা ফারুকী হত্যার বিচারের দাবিতে ছাত্রসেনার বিক্ষোভ-সমাবেশ

Published: 26 Aug 2015   Wednesday   

মাওলানা ফারুকী হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বুধবার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি জেলা ছাত্রসেনার উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য-সচিব এম এ মুস্তফা হেজাজী। জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ মনসুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ ওসমানী। প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক মোঃ আখতার হোসেন চৌধুরী।

জেলা ছাত্রসেনার সহ সাধারন সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন মুন্নার পরিচালনায়  অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবসেনার আহবায়ক মোঃ আলমগীর, জেলা ছাত্রসেনার সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোছলেহ উদ্দিন, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মোঃ ফোরকান উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা সভাপতি শায়ের মোঃ সাইফুল ইসলাম, পৌর সহ-সভাপতি হাফেজ মোঃ মামুন, কাপ্তাই উপজেলা সভাপতি আবদুর রহমান, বাঘাইছড়ি উপজেলার আবদুল জলিল।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বনরূপা থেকে শুরু করে  কাঠালতলী,পৌরসভা, দোয়েল চত্বর, প্রেস ক্লাব সড়ক প্রদক্ষিণ রিজার্ভ বাজার চৌমুহনী চত্বরে  গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, মাওলানা শায়খ নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের এক বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত খুনিদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন। এতে করে ইসলাম বিকৃতকারীরা সুযোগ পাচ্ছে। বক্তারা অবিলম্বে মাওলানা শায়খ নুরুল ইসলাম ফারুকী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত