বান্দরবান পৌর এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা,জন দুর্ভোগ চরমে

Published: 26 Aug 2015   Wednesday   

বান্দরবান পৌর এলাকায় রাস্তা ঘাটের বেহাল অবস্থার সৃষ্টির কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীর। এছাড়া র্দীঘ দিন ধরে পৌর এলাকা রাস্তার খানাখন্দের কারণে প্রায়ই সময় দূর্ঘটনা ঘটছে। 

সরজমিনে গিয়ে দেখা যায়, বান্দরবান পৌর এলাকার হাসপাতাল সড়ক, সরকারী কলেজ, মহিলা কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, প্রধান বাজার, কালাঘাটা, বালাঘাটা, ক্যাচিংঘাটা, ইসলামপুরসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো ভেঙ্গে-ছুুড়ে খানাখন্দের গর্ত সৃষ্টি হয়ে যানবাহনসহ পথচারী চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। বিগত পাঁচ বছর ধরে পৌরবাসী সসীমাহীন দুর্ভোগ পোহালেও এখনো পর্যন্ত সংস্কারের মূখ দেখেনি ।

পৌরবাসীরা জানান,নাগরিক সুবিদা বৃদ্ধির লক্ষে ১৯৮৯ সালে বান্দরবান পৌরসভা প্রতিষ্ঠিত হয়। শুরুতেই দ্বিতীয় শ্রেনী পৌরসভা পর প্রথম শ্রেনীতে উন্নিত হলেও বাড়েনি নাগরিক সুবিধা। তবে বেড়েছে পৌর কর। পৌর এলাকার জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহন বহুগুনে বৃদ্ধি পেলেও সেই তুলনায় সংস্কার করা হয়নি রাস্তাঘাট। শহরের রাস্তাঘাট গুলোকে নিয়মিত সংস্কার না করায়  পিচ,পাথর ওঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে।

এদিকে শহরের কালাঘাটা এলাকায় সড়কে অসংখ্যা খানাখন্দ ও ছোট বড় গর্তের কারণে রাস্তায় পানি জমে থাকায় যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেটে চলাচল করা দায় হয়ে পড়েছে।

অপরদিকে ইসলামপুর-লাংগিপাড়া সড়কে সম্প্রতি সময়ে অতি বর্ষার কারণে রাস্তা ভেঙ্গে যাওয়ায় কোন যানবাহনই চলাচল করতে পারছেনা। এতে মানুষ সীমাহীন দূর্ভোগের মাঝে দিনের পর দিন অতিবাহিত করছে।

কালাঘাটা এলাকার স্কুল কলেজে পড়–য়া ছাত্রছাত্রীরা জানান,রাস্তায় বড় বড় গর্ত হয়ে পানি জমে যেন পুকুর মনে হয়। যাতায়ত করা যাচ্ছে না। রাস্তার সংস্কারের দাবি জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী বলেন, পৌর শহরে রাস্তা-ঘাট করার কি দরকার ? নেতারা তো আর কাঁদায় হাটেন না, তাদের জন্য তো গাড়ি আছে। সাধারণ মানুষের কথা ভাবার কি দরকার। আমরা ভোট দিয়ে জন-প্রতিনিধিদের ভাগ্যের পরিবর্তন করেছি। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না।

স্থানীয় আ`লীগ নেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া জানান, কালাঘাটা এলাকার রাস্তাগুলো দীর্ঘ ৫-৭ বছর ধরে সংস্কার না করার কারণে রাস্তার পিচ,পাথর ওঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকায় এলাকার কোমলমতি ছেলে মেয়েরা স্কুল-কলেজে যাওয়ার সময় কাদায় তাদের জামা-কাপড় নষ্ট হয়ে যায়। যার ফলে অনেক সময় তাদেরকে অর্ধেক রাস্তা থেকে স্কুলে না গিয়ে আবার পুনরায় বাসায় ফিরে যেতে হয়।

বান্দরবান পৌর মেয়র মোঃ জাবেদ রেজা জানান, সম্প্রতি সময়ে বান্দরবানে পর পর চারবার বন্যা হওয়ার কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে লোকাল গর্ভমেন্ট বরাবরে চিঠি দিয়েছি। আশা করি  পাওয়া বরাদ্দ পাওয়া  গেলে বর্ষা মৌসুমের পরে পৌর এলাকার ভাঙ্গা রাস্তাঘাট সংস্কার করা সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত