আলীকদমের মুক্তিযোদ্ধা ধনঞ্জয় ধর পরলোক গমন

Published: 26 Aug 2015   Wednesday   

মঙ্গলবার বান্দরবানের  আলীকদম উপজেলার মুক্তিযোদ্ধা ধনঞ্জয় ধর পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮০ বৎসর। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ২ মেয় সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

এদিকে, মুক্তিযোদ্ধার ধনঞ্জয় ধরকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন জোয়ান ও উপস্থিত হয়ে রাষ্ট্রীয় সালামে অংশ গ্রহন করেন।

এদিকে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ধনঞ্জয় ধরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বান্দরবান সদর উপজেলা কমান্ডার সফিকুর রহমান,লামা উপজেলা কমান্ডার মাহবুবর রহমান,আলীকদমের কমান্ডার মোহসিন আলী সর্দার,বান্দরবানের সাবেক কমান্ডার সেলিম আহমেদ চৌধুরী,মুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ প্রমুখ। তারা মুক্তিযোদ্ধা ধনঞ্জয়ের আতœার শান্তি কামনা করে সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত