রাঙামাটিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

Published: 27 Aug 2015   Thursday   

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী নওজেশ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহষ্পতিবার ঠিকাদাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার চট্টগ্রাম - রাঙামাটি সড়কের পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল ঠিকাদার সমিতির আহ্বায়ক যতীন্দ্র বিহারী চাকমা, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, উপজাতীয় ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক দেবজ্যোতি চাকমা ও বাঙালি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম। মানববন্ধন শেষে  নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কয়েকটি অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে নির্বাহী প্রকৌশলী নওজেশ আলীর দায়িত্ব পালনে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতি, অনুমোদিত প্রকল্পসমূহ যথাসময়ে দরপত্র আহ্বানে অবহেলা, সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ এবং টেন্ডার অনুমোদনে প্রধান প্রকৌশলী বা প্রকল্প পরিচালকের নামে মাত্রাতিরিক্ত উৎকোচ দাবিসহ নয়টি অভিযোগ তুলে ধরা হয়েছে।  

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,ইতিপূর্বে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী নওয়াজেশ আলীর বিরুদ্ধে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং জেলা প্রশাসক তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন। কিন্তু কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় তাঁর (নওয়াজেশ আলী) স্বেচ্ছাচারিতা, দায়িত্ব পালনে অবহেলা ও অশালীন আচরণ বাড়ছে। সে কারণে যে কোনো মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

বক্তারা আরও বলেন, সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ ও দায়িত্ব পালনে অবহেলার কারণে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা বাধার সম্মুখীন হতে হয়। এতে ঠিকাদারদের আর্থিক ক্ষতির শিকার হতে হয়।

এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী নওজেশ আলীর সাথে কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত