বান্দরবানের থানচির বড় মদকে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন

Published: 27 Aug 2015   Thursday   
no

no

পার্বত্য বান্দরবানের থানচির বড় মদকের নাচালং পাড়া এলাকায় বুধবার মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি(এএ)র সদস্যদের গুলিতে বিজিবি’র দু সদস্য আহত হওয়ার পর সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরু করে। মিয়ানমার বিচ্ছিন্নতাবাদীদের সাথে সেনাবাহিনী ও বিজিবি’র প্রায় সাড়ে চার ঘন্টা ধরে বন্ধুক যুদ্ধ চলে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে রাতে যৌথ বাহিনীর অভিযান স্থগিত করে বলে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবাব সকাল থেকে যৌথ বাহিনী বড় মদক ও রেমাক্রীর সম্ভাব্য এলাকা ঘেরাও করে কম্বিং আপারেশন শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন সন্ত্রাসী আটক  হয়নি।

অপরদিকে বৃহস্পতিবার বেলা ১২টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল,সেনাবাহিনীর প্রিন্সিপাল ষ্টাফ অফিসার(পি.এস.ও) লে: জেনারেল মঈন উদ্দিন, বিজিবি‘র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহাম্মদ,চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল শফিকুর রহমান হেলিকপ্টার যোগে থানছি বড় মদক ঘটনাস্থল পরির্দশন করেন। পরির্দশন শেষে তারা বিকাল সাড়ে চার টায় ঢাকার উদ্দেশ্যে বড় মদক ত্যাগ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি’র চট্টগ্রাম দক্ষিন অঞ্চল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল কবির  এবং বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার নকিব আহাম্মদ চৌধুরীসহ সেনা ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি’র একটি সুত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বড় মদক বিজিবি ক্যাম্পে সেনাবাহিনী ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে সকল পরিস্থিতি মোকাবেলায় যৌথ বাহিনীর সদস্যদের সব সময় সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনী ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা হেলিকপ্টার যোগে বড় মদক সীমান্ত এলাকা ঘুরে দেখেন।

বান্দরবান বিজিবি’র সেক্টর কমান্ডার এস এম অলিউর রহমান সাংবাদিকদের জানান, থানছি উপজেলার বড় মদক ও রেমাক্রীর সম্ভাব্য এলাকা ঘেরাও করে চিরুনী অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার আরো বিপুল সংখ্যক সেনাবাহিনী ও বিজিবি পাঠিয়ে সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি করা হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযান কিছু দিন ধরে চলবে বলে তিনি জানান।

অন্যদিকে,বড় মদক এলাকায় গোলাগুলির ঘটনার পর থেকে বড় মদক এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক দেখা দিয়েছে। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত সেখানে দোকানপাট বন্ধ রয়েছে। ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা  স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, বুধবার বান্দরবান জেলার বড় মদক এলাকায় বিজিবি’র টহল দলের উপর এবং বিজিবি’র ক্যাম্পে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি(এ এ)র  সদস্যরা গুলি বর্ষন করে। এ ঘটনায় বিজিবি’র দুই সদস্য আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি’র সাথে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদি গ্রুপ আরাকান আর্মি’র সাড়ে চার ঘন্টা বন্দুক হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত