রাঙামাটি শহরের ভেদভেদী সংঘরাম বিহারে শুভ মাঘী পূর্ণিমা ও লাভী শ্রেষ্ঠ সীবলী স্থবিরের মূর্তি প্রতিস্থাপন ও কুঠিরের উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা শেষে সম্প্রীতি, মিলন ও অহিংসার বাণীকে সকল ধর্মের মানুষের মাঝে বড় করে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, লোভ, হিংসা, হানাহানি ও প্রত্যাঘাত ত্যাগ করে ভালবাসা দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সবাইকে অটুট রাখতে হবে।ভেদভেদী সংঘরাম বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বিহার পরিচালনা কমিটির সভাপতি নিহার বিন্দু চাকমার সভাপতিত্বে ধর্ম দেশনা দেন শ্রদ্ধালংকার মহাথের এবং উপদেশ বাণী দেন মঙ্গল জ্যোতি মহাথের।পূর্ণাথীদের উদ্দেশ্যে পঞ্চশীল পাঠ করেন মন্দির পরিচালনা কমিটির সুজেন চাকমা। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে চেয়ারম্যান আরও বলেন, বর্তমান সরকার সব ধর্মের মানুষের জীবনে শান্তি ফিরিয়ে এনেছে। সকল ধর্মের মানুষের সামাজিক শান্তি ও সহ-অবস্থানের ভিত্তিতে একটি ধর্ম নিরপে বাংলাদেশ গড়ে তোলায় বর্তমান সরকার দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.