রাজস্থলীতে মিয়ানমানের আরাকান আর্মির এক সহযোগী সদস্যসহ গ্রেফতারকৃত ৩ জনকে ৫ দিনের রিমান্ডে

Published: 30 Aug 2015   Sunday   

রাঙামাটির রাজস্থলীতে পলাতক ডা. রানিন সোয়ের বাড়ী থেকে গ্রেফতারকৃত বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সহযোগী সদস্য ও অপর আটক বাড়ীর দুই কেয়ারটেকারকে ৫ দিন করে রিমান্ডে নেয়া হয়েছে।

রোববার রাঙামাটি জেলা আদালতে বিদেশী নাগরিক আইনের মামলায় আটক ৩ জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজেষ্ট্রিট মুহাম্মদ রোকন উদ্দীন কবিরের আদালতে তোলা হয়। পুলিশ ১০ দিনের রিমান্ডের আবাদেন জানালে বিজ্ঞ আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জেলা দায়রা ও জজ আদালতের পুলিশ ইপেক্টর মমিনুল ইসলাম জানান, রোববার সকালের দিকে গ্রেফতারকৃত আরাকান আর্মি সহযোগী সদস্য অংওয়েন রাখাইন এবং বাড়ির দুই কেয়ারটেকারকে বিদেশী নাগরিক আইনের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ রোকন উদ্দীন কবিরের আদালতে তোলা হয়। পুলিশ ৩জনকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া আটকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলায় পরবর্তী সময়ে আদালতে তোলা হবে।

গেল বুধবার রাজস্থলী উপজেলার নয়াপাড়ার কলেজ রোডস্থ থেকে পলাতক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের আরাকান আর্মির নেতা ও নেদারল্যান্ড প্রবাসী ডা. রানিন সোয়ের বাড়ীতে যৌথ বাহিনী তল্লাশী চালিয়ে আরাকান অার্মির পোশাক,ঘোড়া ও অন্যান্য সরঞ্জামাদিসহ আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে আটক করে। একদিন পর শুক্রবার বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে উপজেলা সদরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে রাজস্থলী থানা পুলিশ বাদী হয়ে পলাতক রানিন সোয়েসসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত