রামগড়ে পৌনে ৭ভরি স্বর্ণালঙ্কারসহ আটক-৩

Published: 30 Aug 2015   Sunday   

খাগড়াছড়ির রামগড় উপজেলা বাজারে পৌনে ৭ভরি স্বর্ণালঙ্কারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রিকালে পুলিশ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সন্দেহে কমলছড়ির মানিক্য মারমার ছেলে হেমন্ত মারমা(৩৫), ভুয়াছড়ির মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ মোতালেব(৩০) ও রামগড়ের বলিপাড়া গ্রামের মোঃ মোস্তফা(৪৪) আটক করা হয়। এসময় তাদের কাছ  থেকে দুই জোড়া হাতের বালা, দুইটি নেকলেস, দুইটি আংটি,একজোড়া কানের দুলসহ ৬ভরি ১৩ আনা ৪রত্তি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার পরিমাণ আনুমানিক পৌনে ৭ভরি। এছাড়া আটকৃতদের কাছ থেকে একটি নম্বরবিহীন মটর সাইকেলও উদ্ধার করা হয়।  উদ্ধার করা এসব স্বর্ণালংকার ডাকাতি কিংবা চুরি করে  বিক্রি করা হচ্ছে ধারনা। 

রামগড় থানা পুলিশ জানায়, আটক হেমন্ত মারমার বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় ৭টি চুরির মামলা, মোস্তফা অজ্ঞানপাটির সদস্য হিসেবে সিলেটের একটি মামলায় জামিনে  রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত