বাঘাইছড়িতে দুর্বৃত্তদের ট্রাকে আগুন, বিক্ষুদ্ধ ব্যবসায়ীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Published: 30 Aug 2015   Sunday   

রোববার একদল দুর্বৃত্ত রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের সেগুন বাগান এলাকায় একটি মাল বোঝাই ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে বাজার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানবন্ধন  কর্মসূচি  পালন ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ১০ কিলোমিটার নামক সেগুন বাগান এলাকায়  ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত গাছের গুড়ি  ফেলিয়ে মালবোঝাই ট্রাক(ফেনী ধ-১১১১-০৩৯১) গতিরোধ করে। ট্রাকটি ফেনী থেকে খাগড়াছড়ি-দীঘিনালা হয়ে বাঘাইছড়ি উপজেলায় যাচ্ছিল। এসময় সন্ত্রাসীরা অস্ত্রের মূখে ট্রাক চালক মো. ইসমাইল হোসেন ও সহকারী মো. জয়নালকে জিম্মি করে ট্রাক থেকে নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে সন্ত্রাসীরা পালিয়ে গেলে দ্রুত ট্রাকের আগুন নেভানো সম্ভব হয়। । 

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদরে বাঙালি ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা দোকানপাট বন্ধ রেখে উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিপেশ করেন। পরে  উপজেলার চৌমুহনী এলাকার মুক্ত মঞ্চে সমাবেশ করেন। বক্তব্য দেন, মসজিদ মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু ও চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ।

ব্যবসায়ীদের অভিযোগ গত দুই মাস আগে উপজেলা সদরে কয়েকটি বিপনি বিতান (মার্কেট) থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন সন্ত্রাসীরা। চাঁদা না দিলে মাল বোঝাই গাড়ি আগুন দেওয়াসহ নানা হুমকি দিয়ে আসছিল। চাঁদা  না পাওয়ায়  সন্ত্রাসীরা মালবোঝাই ট্রাকে  আগুন দিয়েছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাকির হোসেন ফকির জানান, ঘটনাস্থলটি জনবিচ্ছিন্ন এবং সাজেক থানায় অর্ন্তভুক্ত। ট্রাকে আগুন দেয়ার বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত