রোববার রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম অঞ্চলে চিকিৎসা সেবা প্রসার ও দ্রুততম সময়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ প্রশিক্ষনার্থীদের মাঝে চিকিৎসার সরঞ্জাম প্রদান করা হয়েছে। রাঙামাটির লংগদু জোন, ২ইসিবি বেংগল, উপজেলা প্রসাশন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও পরিচালনায় ১২দিনব্যাপী বিনামূল্যে ৬০জনকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দেয়া হয়।
রাঙামাটির লংগদু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চিকিৎসা সরঞ্জাম প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ গোলাম আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন আহম্মদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসিম শাহা। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাপ্টেন আরেফিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ গোলাম আজমের হাতে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য দেড় লক্ষ টাকার চেক হস্তান্তর এবং প্রশিক্ষনার্থীদের মাঝে চিকিৎসা সরঞ্জাম প্রদান করে। এসবের মধ্যে রয়েছে ফার্স্ট এইড বক্স, ব্লাড প্রেসার মেশিন, স্টেথিস্কোপ, থার্মোমিটার এবং স্যাভলন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সরকারের পাশাপাশি পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবার পাশাপাশি সেনা বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সত্যিই প্রসংসনীয়। দেশের মানুষের পাশাপাশি বিদেশেও সেনাবাহিনী মানব সেবায় নিয়োজিত রয়েছেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর ন্যায় সমাজে বসবাসকারী সচেতন ও বিত্তবানদের জাতি ভেদাভেদ ভুলে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে। কারণ উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শান্তি। তিনি দেশের প্রচলিত আইনকে সম্মান করে স্ব স্ব এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.