কোন সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেয়া হবে না..কর্নেল অলিউর রহমান

Published: 31 Aug 2015   Monday   

কোন সন্ত্রাসী গোষ্ঠিকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি ব্যবহার করতে দেয়া হবে না বলে আবারো হুশিয়ারী উচ্চারন করেছেন বান্দরবান বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল এস এম অলিউর রহমান । তিনি বলেন,বিজিবি’র মহাপরিচালকের স্পর্ষ্ট নির্দেশনা রয়েছে কোন সন্ত্রাসী গোষ্ঠি,অনুপ্রবেশকারী,মাদক চোরাকারবারী যেন কোন অবস্থাতেই দেশের মাটি ব্যবহার করতে না পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠিদের শক্ত হাতে দমন করতে হবে।

সোমবার বান্দরবান সেক্টর কমান্ডারের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি আরো বলেন,গত বুধবার মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরকান আর্মি’র সদস্যদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত হয়। পরে সন্ত্রাসীরা আবারো বড় মদক বিজিবি’র ক্যাম্প লক্ষ্য করে গুলি বর্ষন করে। এসময় বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এর জবাব দিলে দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এ ঘটনার পর থেকে বিপুল সংখ্যক সেনাবাহিনী ও বিজিবি মোতায়ন করে সীমান্তে শক্তি বৃদ্ধি করে এসব বিদেশী সন্ত্রাসীদের ধরতে চিরুনী অভিযান চালানো হচ্ছে। এ অভিযান আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিজিবি দিন রাত অভিযান চালিয়ে থাকে এটা আমাদের একটি দৈনান্দিন কাজের অংশ। থানছিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিজিবি অভিযান পরিচালনা করছে। তারাও নির্ভয়ে বিজিবিকে সহযোগীতা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার বলেন,বান্দরবান থানছি ও রুমা-মিয়ানমার সীমান্তে অরক্ষিত সীমান্ত নিয়ন্ত্রনে ইতিমধ্যে বিওপি স্থাপন করা হচ্ছে। ভুমি সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হওয়ায় কিছু কিছু জায়গায় বিওপি স্থাপনে করতে বিলম্ব হচ্ছে। আশা করি এ সমস্যা অল্প কিছু দিনের মধ্যে নিরসন হবে। বাকী বিওপি গুলো স্থাপন করা হলে সীমান্ত সুরক্ষিত হবে। তিনি বলেন, শিঘ্রই বিজিবি’র জন্য হেলিকপ্টার ক্রয় করা হচ্ছে। হেলিকপ্টার পেয়ে গেলে সীমান্ত নিরাপত্তায় বিজিবি আরো দ্রুত কাজ করতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত